বোর্ডারের কাছে অচিন্তনীয়

নতুন আথিক কাঠামো নিয়ে বোডের সঙ্গে বিরোধে জড়িয়ে পরশু বাতিল হয়েছে অষ্টেলিয়া এ দলের দক্ষিণ আফ্রিকা সফর ।  অ্যলান বোর্ডার ভাবতেই পারেঈ ব্যাপারটা এত দূর গড়াবে ।অষ্টেলিয়াকে প্রথম বিশ্বকাপ জেতানো অধিনায়ক এটাও ভাবতে পারছেন না যে বোর্ড ক্রিকেটার দ্বন্দ্বি অ্যাশেজ বাতিল হতে পারে । 93 টেষ্টে অষ্টেলিয়াকে নেতৃত্ব দেওয়া বোর্ডার মনে করছেন দুই পক্ষের কারোরই সমস্যা সমাধানের সদিচ্ছা নেই । পরশু অষ্টেলিয়ার ফক্স স্পেটস নিজেকে দেওয়া সাক্ষাত্কারে বোর্ডার বলেছেন, এক পক্ষেকে নমনীয় হতেই হবে, দুই পক্ষেই যদি বালুতে মুখ গুঁজে পড়ে থাকে আর একে অপরের সঙ্গে কথা না, তার আমি চিন্তাও করতে পারি না । অ্যাশেজ বয়কট করাটা ভয়ানক হবে । তাদের  (সিএ ও এসিএ) উচিত এখনই একটি কক্ষে আলোচনা বসা। গত সপ্তাহে বেশ কয়েক দফা আলোচনা হয়েছে বলে ক্রিকেট অষ্টেলিয়া যে দাবিটা করছে, সেটি নিয়েও সংশয় আছে বোর্ডারের, এই মুহূর্তে মনে হচ্ছে তারা একে অপরের সঙ্গে কথা বলেছেন না । এই ব্যাপার নিয়ে  সবাই রং চড়িয়ে কথা বলছে।

Comments

Popular posts from this blog

The International Women’s Day

The Season I Like Most